মাল্টিবুটিং কম্পিউটারে পছন্দের Operating System কে যেভাবে ডিফল্ট করবেন


০১. Run এ গিয়ে টাইপ করুন cmd। এবার এন্টার দিন। কমান্ড প্রম্পট চালু হবে।
০২. কমান্ড প্রম্পটে নিচের কমান্ডটি লিখে এন্টার দিন।
attrib -s -h -r c:\boot.ini
০৩. কমান্ড প্রম্পট বন্ধ করে দিন।
০৪. এবার আবার Run এ গিয়ে টাইপ করুন C:\boot.ini এবং এন্টার দিন।
০৫. চিত্রের ন্যায় একটি টেক্সট ফাইল Notepad এ খুলবে।

০৬. এখানে ৩য় লাইনে 'default=' এর পরে যা আছে তা মুছে দিন(সাধারনত থাকে 'multi(0)disk(0)rdisk(0)partition(1)\WINDOWS' লেখাটি)। এবার আপনি যে Operating System কে ডিফল্ট হিসাবে চান(৫ম লাইন থেকে শুরু করে যে কোনটি) তার multi(0)disk(0)rdisk(0)partition(1)\WINDOWS অর্থাৎ '=' এর আগ পর্যন্ত অংশটুকু কপি করে পেস্ট দিন।
০৭. Save করে পিসি রিস্টার্ট দিন। দেখুন কাজ হয়েছে কিনা

এছাড়া আপনি ৩০ সেকেন্ড অপেক্ষা করতে না চাইলে ২য় লাইনে 30 এর স্থলে আরো কম একটা সংখ্যা লিখুন।

পেন ড্রাইভ থেকে বুট করুন যে কোন কম্পিউটার!!!


আগে মানুষ বিভিন্ন প্রয়োজনে ফ্লপি অথবা সিডি থেকে পিসি বুট করত। বর্তমানে ফ্লপিকে বিলু্প্তির পথে ধরে নেওয়া যায়। আর ফ্লপির স্থান দখল করে নিয়েছে পেনড্রাইভ। ফলে বর্তমানে যেসব মাদারবোর্ড বের হচ্ছে তার সবগুলোতেই ইউএসবি থেকে বুট করার অপশন থাকে। ইদানিং সব ধরনের অপারেটিং সিস্টেমের ইউএসবি ভার্শন পাওয়া যায় যা হার্ডডিস্কের পরিবর্তে সরাসরি ইউএসবি পেন ড্রাইব থেকে বুট হয়। যাদের মাদারবোর্ডে ইউএসবি বুট সুবিধা আছে তারা পেন ড্রাইভ থেকে অপারেটিং সিস্টেম বুট করা সহ সব ধরনের বুট করতে পারেন। যারা একটু পুরনো পিসি ব্যবহার করেন তাদের আফসোস আর দীর্ঘশ্বাস ফেলা আর কিছুই করার থাকে না। ফলে অনেকেই পুরোনো পিসি বিক্রি করে নতুন পিসি কিনছেন। আপনার আফসোসের দিন শেষ! মাদারবোর্ডে ইউএসবি বুট অপশন না থাকলেও পেন ড্রাইভ থেকে পিসি বুট করতে পারবেন!!! কিভাবে? একটা ছোট ইউটিলিটি সফটওয়্যার আপনাকে এই ব্যবস্থা করে দেবে।

সফটওয়্যারটির নাম হল PLoP Boot Manager। এই বুট ম্যানেজারটি আপনি ফ্লপি, সিডিরম অথবা সরাসরি হার্ডডিস্ক থেকে চালু করতে পারবেন। হার্ডডিস্কে ইনস্টল করার জন্য আলাদা পার্টিশন করার দরকার নেই, C: ড্রাইভেই ইনস্টল হবে। PLoP Boot Manager এর বিস্তারিত জানতে এবং ডাউনলোডের জন্য এই লিংকে ক্লিক করুন।

তৈরি করুন USB BootDisk

ইউএসবি পেন ড্রাইভের আকাশচুম্বী জনপ্রিয়তার ফলে ফ্লপিডিস্ক এখন প্রায় বিলুপ্ত। ফলে বুটেবল ডিস্কের ক্ষেত্রে ও ফ্লপির জায়গা দখর করে নিয়েছে ইউএসবি পেন ড্রাইভ। চলুন দেখা যাক কিভাবে USB Boot Disk তৈরী করা যায়।
১. এই লিংক থেকে Create USB Bootdisk ফাইলটি ডাউনলোড করুন। এক্সট্রাকশন পাসওয়ার্ড হবে http://jewelosman.wordpress.com/
২. 1_USB_Format এবং 2_DOS_System_Files নামে দুটো ফোল্ডার পাবেন। পিসির সাথে পেনড্রাইভ কানেক্ট করে 1_USB_Format থেকে HP USB Format for Windows রান করুন। File System : FAT32 সিলেক্ট করুন।

৩. Create a DOS startup disk এ টিক মার্ক দিন। Using DOS system files located at: এ ব্রাউজ করে 2_DOS_System_Files ফোল্ডারটি লোকেট করুন। Start বাটন প্রেস করুন। Yse–>OK–>Close দিন।
৪. 2_DOS_System_Files ফোল্ডার থেকে সব ফাইল পেন ড্রাইভে কপি করুন। ইউএসবি বুট ডিস্ক হয়ে গেল।
৫. বায়োসে বুট অপশন ফ্লপির পরিবর্তে ইউএসবি সিলেক্ট করলেই(পিসির বায়োসে ইউএসবি বুট সাপোর্ট থাকতে হবে) পেন ড্রাইভ থেকে পিসি বুট হবে।

Windows XP সেটাপ করুন USB পেন ড্রাইভ থেকে

ইদানিং সব কম্পিউটারেই Boot from USB অপশনটা থাকে। আর আমাদের সবার কাছেই তো পেন ড্রাইভ আছে(ইদানিং নাই বলতে লজ্জা লাগে:))। আমরা জানি সিডিরমের চাইতে পেন ড্রাইভের রিড/রাইট স্পীড অনেক বেশী। তাই উইন্ডোজ এক্সপির সেটাপ যদি সিডিরমের পরিবর্তে পেন ড্রাইভ থেকে দেওয়া যায় অনেক কম সময় লাগবে। এছাড়া ও যাদের ল্যাপটপে অপটিক্যাল ড্রাইভ নস্ট(আমার নিজের ল্যাপটপে ও নষ্ট :)) তারা ও এই পদ্ধতিতে এক্সপি সেটাপ করতে পারবেন। এই জন্য প্রথমে নিচের যে কোন একটা লিংক থেকে USB_MultiBoot_10.zip ফাইলটি ডাইনলোড করুন। ডাউনলোড হয়ে গেলে যে কোন একটা ড্রাইভে আনজিপ করুন। USB_MultiBoot_10 নামে একটা ফোল্ডার তৈরী হবে। কমপক্ষে ১ গিগাবাইটের একটা খালি পেন ড্রাইভ আপনার পিসিতে সংযুক্ত করুন। মনে রাখবেন, পেন ড্রাইভটা ফরম্যাট হয়ে যাবে তাই গুরুত্বপূর্ন কোন ডাটা এতে থাকলে তা ব্যাকআপ নিয়ে নিন।

USB_MultiBoot_10 ফোল্ডারের ভেতরে USB_MultiBoot_10 নামে একটা ব্যাচ ফাইল থাকবে সেটা চালু করুন। Press any key to continue . . . লেখা একটা মেসেজ আসবে। এন্টার দিন। Enter your choice: এ P লিখে করে এন্টার দিন। এবার আপনার পেন ড্রাইভটি ফরম্যাটের অপশন আসবে Start -> Yes -> Yes -> OK -> Close দিন। সিডিরমে Windows XP সেটাপ সিডি প্রবেশ করান। এক্সপি সেটাপ অটোরান হবে তা বন্ধ করুন। Enter your choice: এ 1 লিখে করে এন্টার দিন। এক্সপি সেটাপ সিডিটি যে ড্রাইভে আছে তা সিলেক্ট করে OK দিন। Unattended Install এর একটা অপশন আসবে Yes দিন। এবার একে একে নিচের তথ্যগুলো দিন এবং প্রত্যেকটা তথ্য দেওয়ার পর OK বাটনে ক্লিক করুন।

Owner Name = Jewel(আপনার নাম)
Organization Nmae = Personal(আপনার প্রতিষ্ঠানের নাম)
Product Key = xxxxx-xxxxx-xxxxx-xxxxx-xxxxx(এক্সপির সিরিয়াল নাম্বার)
Computer Name = JEWEL-PC(আপনার কম্পিউটারের নাম)
Administrator Password = xxxxxx(আপনার পছন্দমত)
Time Zone = 205 (এটা GMT+07:00 এর জন্য। GMT+06:00 এর অপশন এতে নেই তাই পরে ঠিক করে নেবেন)
Workgroup Name = WORKGROUP(আপনার পছন্দমত)
User Name = Jewel(আপনার ইউজারনেম)

যেসব তথ্য দিয়েছেন সবকিছু দেখাবে। ঠিক আছে কিনা দেখে OK ক্লিক করুন। Enter your choice: এ 2 লিখে করে এন্টার দিন। এবার আপনার পেন ড্রাইভটি কম্পিউটারের যে ড্রাইভ হিসেবে দেখাচ্ছে তা সিলেক্ট করে OK দিন। যেমন আমার পিসিতে I: ড্রাইভ। Enter your choice: এ 3 লিখে এন্টার দিন। ডিস্ক তৈরী করা শুরু হবে।

সেটাপের সময় যা খেয়াল রাখতে হবে, প্রথমবার উইন্ডোজের ডেস্কটপ না আসা পর্যন্ত পেন ড্রাইভটা খুলবেন না। অনেকের পিসিতে সেটাপ চলাকালীন প্রথম রিস্টার্টের পর hal.dll এর একটা এরর আসতে পারে। সেক্ষেত্রে পিসিকে পেন ড্রাইভ থেকে বুট করে বুট মেন্যুতে "2. and 3. Continue with GUI Mode Setup Windows XP + Start XP from HD 1" সিলেক্ট করে এন্টার দিতে হবে।

ডাউনলোড লিংক ০১ , ০২ , ০৩