ইউএসবি পেন ড্রাইভের আকাশচুম্বী জনপ্রিয়তার ফলে ফ্লপিডিস্ক এখন প্রায় বিলুপ্ত। ফলে বুটেবল ডিস্কের ক্ষেত্রে ও ফ্লপির জায়গা দখর করে নিয়েছে ইউএসবি পেন ড্রাইভ। চলুন দেখা যাক কিভাবে USB Boot Disk তৈরী করা যায়।
১. এই লিংক থেকে Create USB Bootdisk ফাইলটি ডাউনলোড করুন। এক্সট্রাকশন পাসওয়ার্ড হবে http://jewelosman.wordpress.com/
২. 1_USB_Format এবং 2_DOS_System_Files নামে দুটো ফোল্ডার পাবেন। পিসির সাথে পেনড্রাইভ কানেক্ট করে 1_USB_Format থেকে HP USB Format for Windows রান করুন। File System : FAT32 সিলেক্ট করুন।
৪. 2_DOS_System_Files ফোল্ডার থেকে সব ফাইল পেন ড্রাইভে কপি করুন। ইউএসবি বুট ডিস্ক হয়ে গেল।
৫. বায়োসে বুট অপশন ফ্লপির পরিবর্তে ইউএসবি সিলেক্ট করলেই(পিসির বায়োসে ইউএসবি বুট সাপোর্ট থাকতে হবে) পেন ড্রাইভ থেকে পিসি বুট হবে।