পর্যটন শিল্পের ব্যাপক প্রসারের ফলে গ্লোবালাইজেশনের যে জোয়ার এসেছে, তার ফলে পৃথিবীতে পর্যটন এরিয়ার পাশাপাশি হোটেল শিল্পগুলোর দ্রুত উন্নতি ঘটেছে। গত কয়েক বছর অর্থনীতি উদারীকরণের জন্য বাংলাদেশের মত দেশেও হোটেল ব্যবসায় এক অন্যমাত্রা যোগ হয়েছে। আর এই সেক্টরে কাজের জন্য প্রয়োজন হচ্ছে দক্ষ জনবল। এই লক্ষ্যে সম্প্রতি ধানমন্ডি- ১৫ নম্বরে পর্যটন ও হোটেল শিল্পে ক্যারিয়ার গড়ার জন্য নতুন ক্যাম্পাসে যাত্রা শুরু করে ইনষ্টিটিউট অব ট্যুরিজম এন্ড হোটেল ম্যানেজমেন্ট। ইনষ্টিটিউটের শুভ উদ্বোধন করেন বেসরকারী বিমান ও পর্যটন মন্ত্রী জি.এম.কাদের, ইনস্টিটিউটের চেয়ারম্যান, আবু হেনা মোস্তফা কামাল, প্রিন্সিপাল এবং সিইও ইসলাম মোঃ হাসানাত, ফরিদ আহম্মেদ ও অন্যান্য ডিরেক্টরগণ। উদ্বোধনে প্রধান অতিথি বলেন ইনস্টিটিউট অব ট্যুরিজম এন্ড হোটেল ম্যানেজমেন্ট- এই ইনস্টিটিউটের মাধ্যমে আমাদের দেশের তরুণ-তরুণীদের দক্ষ জনশক্তি হিসাবে গড়ে তুলবে। ছাত্ররা আন্তর্জাতিক প্রফেশনাল ডিপ্লোমা অর্জন করতে পারবে। ফলে পর্যটন ও হোটেল ট্যুরিজম ইন্ডাস্ট্রির উন্নতি হবে। ইনস্টিটিউট- এর চেয়ারম্যান বলেন, প্রতি ২.৫ সেকেন্ডে পৃথিবীতে এই ইন্ডাস্ট্রিতে একটি নতুন চাকরির তৈরি হয়। তিনি আরো বলেন ওয়ার্ল্ড ট্যুরিজম কাউন্সিলের মতে আগামী ১০ বছরে শুধুমাত্র মধ্যপ্রাচ্যেই ১৫ লক্ষ কর্মচারীর প্রয়োজন। এই সীমাহীন চাহিদা দেখে আমরা এই ইনস্টিটউট যাত্রা করি। প্রিন্সিপাল ও সিইও ইনস্টিটিউটের কোর্সের বিভিন্ন বিষয় তুলে ধরেন। তিনি বলেন, এখানে ৩ বছর মেয়াদি উচ্চতর ডিপ্লোমা ইন হোটেল এ্যাডমিনিস্ট্রেশন, ২ বছর মেয়াদি ডিপ্লোমা ইন ট্রাভেল ইন ট্যুরিজম এ্যাডমিনিস্ট্রেশন, ডিপ্লোমা ইন হোটেল এ্যাডমিটিস্ট্রেশন, ডিপ্লোমা ইন হসপিটালিটি ম্যানেজমেন্ট, ১ বছর মেয়াদি ডিপ্লোমা ইন ট্যুরিজম এন্ড হোটেল ম্যানেজমেন্ট, ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট, ডিপ্লোমা ইন ফুড এন্ড বেভারেজ প্রোডাকশন, ডিপ্লোমা ইন ফুড এন্ড বেভারেজ সার্ভিস, ডিপ্লোমা ইন রুমস্ ডিভিশন, ডিপ্লোমা ইন ট্রাভেল এন্ড ট্যুরিজম। এছাড়াও ব্যাচেলর ডিগ্রী প্রধানে দেশী ও বিদেশী কলেজ বিশ্ববিদ্যালয়ের সাথে ২ বছর + ২বছর/৩ বছর + ১বছর হিসাবে ৪ বছর মেয়াদি প্রোগ্রাম রয়েছে। ডিপ্লোমা শেষে এদেশ, ইউকে, মধ্যপ্রাচ্যে, সিঙ্গাপুর ও কানাডাতে চাকুরির ব্যবস্থা রয়েছে। তিনি আরো বলেন, এখানে পড়াশোনা করে ক্রেডিট ট্রান্সফার করে ইউকে, অস্ট্রেলিয়া, সাইপ্রাস ও নিউজিল্যান্ড- এর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যাচেলর ডিগ্রী অর্জন করা সম্ভব। এই প্রতিষ্ঠানের কোর্স সম্পন্ন করে ইতিমধ্যে দেশের বিভিন্ন হোটেল রেস্টুরেন্ট এ অনেকেই চাকুরি পেয়েছে। এছাড়া দেশের হোটেল ট্যুরিজম শিল্পের সাথে সংশ্লিষ্ট প্রচুর প্রতিষ্ঠানে চাকুরির অনেক সুযোগ আছে। বাংলাদেশে এখনই ৬/৭টি ফাইভ স্টার হোটেল আছে, এবং সেখানে নতুন নতুন হোটেল নির্মিত হচ্ছে হাজার হাজার চাকুরির সৃষ্টি হবে।
বিস্তারিত জানতে যোগাযোগ করুন : ইনস্টিটিউট অব ট্যুরিজম এন্ড হোটেল ম্যানেজমেন্ট (আইটিএইচএম), বাড়ি ৩২০, রোড ৮/এ (নিউ)/১৫ (পুরাতন) ধানমন্ডি, ফোন: ৯১২৭৫৫১, ০১৭১৩৪৮৯২৪৩