মাথা ঘোরার কারণ ও প্রতিকার

মাথা ঘোরা কোনো মজার অভিজ্ঞতা নয়। যতক্ষণ না মাথা ঘোরা চলে যায়, ততক্ষণ এক ভয়ঙ্কর অসুস্খতা গ্রাস করে থাকে। বিভিন্ন কারণে মাথা ঘুরতে পারে। মাথা ঘোরার সম্ভাব্য কারণের মধ্যে রয়েছে অতিরিক্ত পরিশ্রম, অন্ত:কর্ণের রক্তবাহী নালীর অস্বাভাবিকতা, অন্ত:কর্ণের প্রদাহ, অস্বাভাবিক দৃষ্টিগত সমস্যা। মাথা ঘোরা দীর্ঘস্খায়ী হওয়ার কারণ হলো­ মধ্য কানের প্রদাহ, মেনিয়ার’স রোগ, অ্যাকোয়াসটিক নিউরোমা আর যদি কানের উপসর্গ না থাকে এবং অঙ্গবিন্যাসজনিত সমস্যা থাকে, তাহলে সম্ভাব্য কারণ হলো অঙ্গভঙ্গিজনিত মাথা ঘোরা, সার্ভাইক্যান স্পন্ডাইলোসিস। আবার যদি কানের উপসর্গ না থাকে এবং অঙ্গবিন্যাসজনিত সমস্যাও না থাকে, তাহলে সম্ভাব্য কারণ হচ্ছে বিভিন্ন ওষুধ সেবন, দুশ্চিন্তা, ঘাড়ে আঘাত, কপালের এক পাশে ব্যথা ও নারীদের ক্ষেত্রে রজ:নিবৃতি প্রভৃতি কারণ। এসব লক্ষণ যাচাই করে কিছু পরীক্ষার মাধ্যমে মাথা ঘোরার সঠিক কারণ নির্ণয় করা যায়। এরপর চিকিৎসার মাধ্যমে মাথা ঘোরা থেকে আক্রান্ত ব্যক্তি মুক্তি পেতে পারেন।