রাশিয়া সরকার প্রদত্ত স্কলারশিপ ২০০৯-২০১০-এর জন্য বাংলাদেশি আগ্রহী প্রার্থীদের কাছ থেকে নির্ধারিত ফরমে আবেদনপত্র আহ্বান করা হয়েছে।
বৃত্তির সংখ্যাঃ স্মাতক পর্যায়ে ২০টি এবং স্মাতকোত্তর পর্যায়ে পাঁচটি।
আবেদনের যোগ্যতাঃ স্মাতকের জন্য প্রার্থীদের ন্যূনতম এইচএসসি ডিগ্রিধারী হতে হবে এবং পড়তে আগ্রহী বিষয়ে শতকরা ৮০-এর বেশি নম্বর থাকতে হবে। তিন বছরের মধ্যে পাসকৃত হতে হবে এবং বয়স অনূর্ধ্ব ২৫ বছর হতে হবে। স্মাতকোত্তর পড়তে আগ্রহীদের অবশ্যই মাস্টার ডিগ্রিধারী ও প্র্যাকটিস সার্ভিসের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে অনূর্ধ্ব ৩৫ বছর।
প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র
১· নির্ধারিত আবেদনপত্র যা বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।
২· শিক্ষাগত যোগ্যতার সব সনদপত্র (মার্কশিট ও সার্টিফিকেট কপি অবশ্যই সত্যায়িত)।
৩· যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে মেডিকেল সার্টিফিকেট।
৪· এইডস টেস্ট সার্টিফিকেট। ৫· জন্মনিবন্ধন সনদ সত্যায়িত।
৬· পাসপোর্টের ফটোকপি। ৭· আট কপি ছবি (৪৬x সেমি)।
৮· স্মাতকোত্তর পর্যায়ে পড়তে আগ্রহীদের পাবলিকেশন তালিকা এবং গবেষণার সর্বোচ্চ দুই পৃষ্ঠায় সারসংক্ষেপ।
আবেদনের শেষ তারিখঃ ৮ এপ্রিল ২০০৯।
আবেদন ফরম ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে
www.moedu.gou.bd
আবেদনের ঠিকানাঃ নাহারিন চৌধুরী, উপসচিব, শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা। ফোনঃ ৭১৬৭৯০৯
রাশিয়া সরকারের বৃত্তি
Labels:
শিক্ষা