দেশের উচ্চশিক্ষার চাহিদা ও জনসংখ্যার অনুপাতে স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের সংখ্যা অপ্রতুল হওয়ায় এবং সেগুলোতে আসন সংখ্যা প্রয়োজনের তুলনায় পর্যাপ্ত না হওয়ায় এবং জাতীয় শিক্ষা বাজেটে উচ্চশিক্ষা খাতে বরাদ্দের ঘাটতির কারণে উচ্চশিক্ষা সম্প্রসারণ সম্ভব হচ্ছিল না। উচ্চশিক্ষার সুযোগ-সুবিধা সুষমভাবে সৃষ্টি করার লক্ষ্যে শ্রীলংকা, পাকিস্তান, ভারত ও জাপানের ন্যায় আমাদের দেশেও প্রাইভেট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সরকারকে পরামর্শ দেয়। সে মোতাবেক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাইভেট বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ ১৯৯২ জারি করে। বাংলাদেশে চালু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বর্তমানে সংখ্যা ৫১টি। এসব বিশ্ববিদ্যালয়ে সর্বমোট অধ্যয়নরত শিক্ষার্থী ১,৮২,৬৪১ জন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সর্বশেষ রিপোর্টে উল্লেখ করা হয়েছে, অধিকাংশ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আয়-ব্যয় সংক্রান্ত সুস্পষ্ট কোন নীতিমালা নেই। ফলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফি, টিউশন ফি, শিক্ষকদের বেতন-ভাতাসহ অন্যান্য বিষয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে অযৌক্তিক পার্থক্য পরিলক্ষিত হয়। উপরন্তু ট্রান্সক্রিপ্ট, সার্টিফিকেট, প্রশংসাপত্র ইত্যাদি সরবরাহ করার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়সমূহ উচ্চহারে ফি নিয়ে থাকে বলে অভিযোগ রয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো কোন যৌক্তিক কারণ ব্যতিরেকে প্রতিবছরই টিউশন ফি, ভর্তি ফি ও অন্যান্য ফি বৃদ্ধি করে থাকে। ফলে বিগত বছরগুলোতে কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্র আন্দোলন চরম আকার ধারণ করে-যা সকল মহলের উৎকণ্ঠার কারণ হয়েছিল। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকে সহজলভ্য ও সকল শ্রেণীর জন্য উন্মুক্ত রাখা এবং মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের উচ্চশিক্ষা লাভের পথ সুগম করার লক্ষ্যে শিক্ষার্থীদের প্রদেয় বিভিন্ন প্রকার ফি ও চার্জ সহনীয় পর্যায়ে রাখা অত্যাবশ্যক বলে কমিশন মনে করে। তবে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সুনাম ও লেখাপড়ার মান এখনও ভাল পর্যায়ে রয়েছে বলে কমিশন মনে করে। তাই শিক্ষার্থীদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে যাচাই করে অবশ্যই নিতে হবে।
নর্থসাউথ বিশ্ববিদ্যালয়
প্রতিষ্ঠাঃ ১৯৯২ সাল। ১২ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১৩। ফোন: ০২ ৯৮৮৫৬১১-২০, ফ্যাক্স: ০২ ৮৮২৩০৩০। ই-মেইল: ৎবমরংঃৎধৎ@হড়ঃযংড়ঁঃয.বফঁ, ওয়েবসাইট: িি.িহড়ৎঃযংড়ঁঃয.বফঁ
দেশের প্রথম প্রতিষ্ঠিত নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হলে একজন শিক্ষার্থীকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৩.৫ করে পেতে হবে। তারপর ৮০০ টাকা দিয়ে বিশ্ববিদ্যালয় অফিস থেকে ভর্তি ফরম সংগ্রহ করতে হবে। কেউ ইচ্ছে করলে ওয়েবসাইট থেকেও ভর্তি ফরম ডাউনলোড করে বিশ্ববিদ্যালয়ের অনুকূলে ৮০০ টাকার ব্যাংক ড্রাফটসহ ফরম জমা দিতে পারবে। তারপর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে গ্রহণযোগ্য নাম্বার পেতে হবে।
খরচঃ ভর্তি ফি ২০ হাজার টাকা। ফেরতযোগ্য জামানত ৫ হাজার টাকা। প্রতি ক্রেডিট-এ টিউশন ফি ৪৫০০টাকা। প্রতি সেমিস্টারে কম্পিউটার ল্যাব ফি ১৫০০ টাকা, শিক্ষার্থী একটিভিটি ফি ২০০০ টাকা এবং লাইব্রেরি ফি ৫০০ টাকা।
উল্লেখযোগ্য যেসব বিষয়ে ভর্তি হওয়া যাবেঃ অর্থনীতি (১২৫ ক্রেডিটস), ইংরেজি (১২৩ ক্রেডিটস), বিবিএ (১২৪ ক্রেডিটস), আর্কিটেকচার (১৭২ ক্রেডিটস), কম্পিউটার সায়েন্স (১২৯ ক্রেডিটস), ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জি: (১২৮ ক্রেডিটস), বায়ো টেকনোলোজি এন্ড বায়ো কেমেস্ট্রি (১২৭ ক্রেডিটস), মাইক্রো বায়োলোজি (১৩৩ ক্রেডিটস), ফার্মেসি (১৫৬ ক্রেডিটস), ইনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট (১২৫ ক্রেডিটস), ইনভায়রনমেন্টাল সায়েন্স (১২৫ ক্রেডিটস)। বেলাল আহমেদ আরো জানান যে, নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে মেধাবী ও গরিব শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ এবং আংশিক ছাড়ের ব্যবস্থা রয়েছে।
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়
প্রতিষ্ঠাঃ ১৯৯৬ সাল। ৪১, ৪৩, ৪৪, ৪৬, ৪৯ মহাখালী বা/এ, ঢাকা-১২১২। ফোন: ০২ ৯৮৮২৩০৮ ফ্যাক্স: ০২ ৮৮১২৩৩৬ই। ই-মেইল: ৎবমরংঃৎধৎ@বঁিনফ.বফঁ ওয়েবসাইট: িি.িবঁিনফ.বফঁ
এ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৩.০০ পেতে হবে। অতঃপর ৬০০ টাকা দিয়ে বিশ্ববিদ্যালয় থেকে ভর্তি ফরম সংগ্রহ করতে হবে। তারপর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
কোন বিষয়ে কত খরচঃ কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জি:, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জি:, ইলেকট্রিনিক এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জি:-এ পড়তে চাইলে খরচ পড়বে প্রায় ৫ লক্ষ ৭৩ হাজার টাকা। ফার্মেসি ৬ লক্ষ ৩৭ হাজার টাকা। বিবিএ ৪ লক্ষ ৮১ হাজার টাকা। ইংরেজি ৩ লক্ষ ৯৭ হাজার টাকা। অর্থনীতি ৪ লক্ষ ৩ হাজার টাকা।
ব্র্যাক ইউনিভার্সিটি
প্রতিষ্ঠাঃ ২০০১। ৬৬ মহাখালী, ঢাকা-১২১২। ফোন: ০২ ৮৮২৪০৫১, ফ্যাক্স: ০২ ৮৮১০৩৮৩। ই-মেইলঃ রহভড়@নৎধপ.ধপ.নফ, ওয়েবসাইট: িি.িনৎধপ.ধপ.নফ
ব্রাক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হলে শিক্ষার্থীদেরকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যামিক উভয় পরীক্ষায় মোট জিপিএ ৬.০০ পেতে হবে। তবে আলাদাভাবে প্রতিটিতে কমপক্ষে ২.৫০পেতে হবে। তারপর ৬০০ টাকা দিয়ে ভর্তি ফরম সংগ্রহ করে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
খরচঃ ভর্তি ফি ১২ হাজার টাকা। প্রতি ক্রেডিট ফি ৪৫০০ টাকা। প্রতি সেমিস্টারে কম্পিউটার ল্যাব ফি ১৫০০ টাকা, শিক্ষার্থী একটিভিটি ফি ৬০০ টাকা এবং লাইব্রেরি ফি ৭৫০ টাকা।
বিষয়সমূহঃ বিবিএ (১৩০ ক্রেডিটস), কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জি: (১৩৬ ক্রেডিটস), ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জি: (১২৪ ক্রেডিটস), ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জি: (১৩৬ ক্রেডিটস), অর্থনীতি (১২০ ক্রেডিটস), ইংরেজি (১২০ ক্রেডিটস), আইন (১৩৫ ক্রেডিটস), পদার্থ (১৩২ ক্রেডিটস), গণিত (১২৭ ক্রেডিটস), ফার্মেসি (১৬৪ ক্রেডিটস), মাইক্রো বায়োলোজি (১৩৬ ক্রেডিটস), বায়ো টেকনোলোজি (১৩৬ ক্রেডিটস)।
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস
বিষয়সমূহঃ বিবিএ, কমিপউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইংলিশ এন্ড হিউম্যানিটিজ, মিডিয়া স্টাডিজ এন্ড জার্নালিজম
সেমিস্টারঃ ফল, স্প্রিং, সামার এই তিন সেমিস্টারে ছাত্র ভর্তি করানো হয়।
ছাত্র ভর্তির শর্তসমূহঃ স্নাতক- মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় সিজিপিএ ২.৫ এবং ২.৫ পয়েন্ট অথবা সম্মিলিতভাবে ৬ পয়েন্ট।
স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ
আধুনিক শিক্ষার লক্ষ্যে নিত্য-নতুন বিষয় চালু করছে। বর্তমানে মোট ১৪টি বিভাগের অধীনে ২৬টি প্রোগ্রামে শিক্ষা কার্যক্রম চলছে। প্রোগ্রামগুলো হলো: ব্যাচেলর অব আর্কিটেকচার, বি.এসসি. ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, বি.এসসি. ইন ইলেকট্রিকাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, বি.এসসি. ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, বি.এসসি. ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইনফরমেশন, এম.এসসি. ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, মাস্টার ইন কম্পিউটার এপ্লিকেশন, ব্যাচেলর অব আর্টস ইন ইংলিশ (অনার্স), মাস্টার্স অব আর্টস ইন ইংলিশ (ফাইনাল), মাস্টার অব আর্টস ইন ইংলিশ (প্রিলিমিনারী ও ফাইনাল), ব্যাচেলর অব এনভায়রনমেন্টাল সায়েন্স, এম.এসসি. ইন এনভায়রনমেন্টাল সায়েন্স, বি.এসসি. ইন মাইক্রোবায়োলোজি, এম.এস ইন মাইক্রোবায়োলোজি, ব্যাচেলর অব ফার্মেসি।
স্টামফোর্ডে ৩ সেমিস্টারে ভর্তি কার্যক্রম পরিচালিত হয়। স্প্রিং: জানুয়ারি থেকে এপ্রিল। সামার: মে থেকে আগস্ট। ফল: সেপ্টেম্বর থেকে ডিসেম্বর। স্নাতক পর্যায়ে ভর্তির আবেদন করার জন্য মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক উভয় পরীক্ষায় কমপক্ষে পৃথকভাবে জিপিএ ২.৫০ থাকতে হবে।
তথ্যের জন্য যোগাযোগঃ প্রধান কার্যালয় ও ধানমন্ডি ক্যাম্পাস- ৭৪৪, সাত-মসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা-১২০৯।
ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ
স্নাতক পর্বেঃ বিবিএ (ব্যবস্থাপনা, মার্কেটিং, ফাইন্যান্স, হিসাব বিজ্ঞান, এমআইএস, এইচআরএম), এলএলবি (সম্মান), এলএলবি (দুই বছর), ইংলিশ, ব্যাচেলর অব ফার্মাসী, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটিং এন্ড ইনফরমেশন সাইন্স, মেকানিক্স ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং। তবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারগণ ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামগুলো ওয়েভার সহ ৪ বছরে কম সময়ে শেষ করতে পারবেন।
শিক্ষার্থীদের অন্যান্য সুবিধাদিঃ আমেরিকান পদ্ধতির শিক্ষা ব্যবস্থা, ‘অ+’ গ্রেড প্রাপ্তদের ফুল ফ্রী, সর্বনিম্ন টিউশন ফি (পাঠ্য সময় বিবেচনায় সরকারী বিশ্ববিদ্যালয় থেকেও কম), অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের জন্যে ২৫%-১০০% বৃত্তি, একই পরিবারের একাধিক শিক্ষার্থী, ছাত্রী, মুক্তিযোদ্ধার সন্তান, প্রতিবন্ধী, খেলোয়ার ও মফস্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ ফি মওকুফ করা হয়।
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
বর্তমানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আন্ডার গ্রাজুয়েট পর্যায়ে ব্যাচেলর অব বিজনেস এডমিনিস্ট্রেশন (বিবিএ), ব্যাচেলর অব সায়েন্স ইন ইকোনমিক্স, বিএসসি ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইন কম্পিউটার এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইন ইলেকট্রনিক এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। অদূর ভবিষ্যতে একাউন্টিং, ফার্মেসী, ইংরেজি, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইত্যাদি কোর্স চালুর পরিকল্পনা রয়েছে। গ্রাজুয়েট প্রোগ্রামে মাস্টার অব বিজনেস এডমিনিস্ট্রেশন (এমবিএ), এক্সিকিউটিভ এমবিএ, এম.এস. ইন ইকোনমিক্স, মাস্টার ইন ডেভেলপমেন্ট স্টাডিজ (এম.ডি.এস), এমএসসি ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, এমএসসি ইন কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং রয়েছে। এছাড়া সিসকো নেটওয়ার্কিং নামে এখানে একটি বিশেষ কোর্স রয়েছে।
ভর্তি প্রক্রিয়াঃ ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি হতে হয়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম ২.৫ সিজিপি পাওয়া ছাত্রছাত্রীরা আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য ফরম সংগ্রহ করতে পারেন। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সিজিপিএ-৫ প্রাপ্ত ছাত্রছাত্রীদের ৫০ শতাংশ এবং গোল্ডেন-৫ প্রাপ্তদের ১০০ শতাংশ পর্যন্ত টিউশন ফির ক্ষেত্রে ছাড় দেয়ার ব্যবস্থা রয়েছে।
ভর্তি ফিঃ আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম বিবিএতে মোট ১২৩ ক্রেডিট পড়ানো হয়। প্রতি ক্রেডিট-এর জন্য ৪০০০ টাকা এবং ইঞ্জিনিয়ারিং-এ মোট ১৩২ থেকে ১৪৩.৫ ক্রেডিট পড়ানো হয়। এ ক্ষেত্রেও প্রতি ক্রেডিট-এর জন্য ৪০০০ টাকা ছাত্রদের প্রদান করতে হয়।
সম্প্রসারিত নতুন ক্যাম্পাসঃ বাজারের ক্রমবর্ধমান চাহিদার ফলে ছাত্রছাত্রীর সংখা বৃদ্ধি পাওয়ার কারণে নগরীর কাওরানবাজার এলাকায় ফেব্রুয়ারী ২০১০ থেকে স্কুল অব বিজনেস-এর একটি নতুন ক্যাম্পাস পরিচালিত হচ্ছে।
স্থায়ী ক্যাম্পাস নির্মাণঃ বিশ্ববিদ্যালায়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের লক্ষ্যে নগরীর সাঁতারকুল এলাকায় প্রস্তাবিত ইউনাইটেড সিটিতে ২৫ বিঘা জমি ক্রয় করা হয়েছে। স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য প্রয়োজনীয় কার্যক্রম অনতিবিলম্বে শুরু করা হবে।
ঠিকানাঃ ইউ.আই.ইউ ভবন, বাড়ী নং- ৮০, রোড নং ৮/এ (পুরাতন ১৫), মীর্জা গোলাম হাফিজ রোড, ঢাকা-১২০৯, ফোন: ৯১২৫৯১২-৬, ফ্যাক্স: ৯১১৮১৭০।
সাউথইস্ট ইউনিভার্সিটি
যেসব বিষয়ে পড়ানো হয়ঃ বিবিএ, বিএসসি ইন ফার্মেসী, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, বাংলা, ইংরেজি, অর্থনীতি, ইসলামিক স্টাডিজ।
ভর্তির যোগ্যতাঃ ১. এস.এস.সি ও এইচ.এস.সি প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ ২.৫ অথবা এস.এস.সি এবং এইচ.এস.সি পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.০০ সহ সর্বমোট জিপিএ ৬.০০ থাকতে হবে। ২. ‘ও’ লেভেল, এ ন্যূনতম ৩ টি এবং ‘এ’ লেভেল এ ন্যূনতম ২টি, বিষয়ের এ মোট ৫ বিষয়ের গড় প্রাপ্ত জিপিএ ২.০০ থাকতে হবে।
ভর্তির নিয়মাবলীঃ ১. আবেদনপত্র চিঠি, ওয়েবসাইট ও ই-মেইল এর মাধ্যমে অথবা বিশ্ববিদ্যালয়ের ভর্তি শাখা হতে সংগ্রহ করা যাবে। ভর্তি ফরম ফি টাকা ৫০০ মাত্র। ২. আবেদনপত্র নির্দিষ্ট তারিখের মধ্যে জমা দিতে হবে। ৩. ভর্তি পরীক্ষার জন্য বিশ্ববিদ্যালয় হতে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।
বাংলাদেশ ইউনিভার্সিটি
দেশের মানব সম্পদ উন্নয়নের লক্ষ্যে স্থাপিত এই ইউনিভার্সিটি মূলত নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর উচ্চশিক্ষার আশ্রয়স্থল। সীমিত আসনের পাবলিক ও সরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ভর্তি হতে ব্যর্থ ছাত্র-ছাত্রীদের অনেকেই আর্থিক কারণে নামী-দামি প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারেন না। তাদের কথা চিন্তা করেই মূলতঃ বাংলাদেশ ইউনিভার্সিটির কোর্স ফি অন্যান্য ইউনিভার্সিটির তুলনায় বেশ কম। ফলে দেশে উচ্চশিক্ষা বিস্তারে বাংলাদেশ ইউনিভার্সিটি অবদান রাখছে।
প্রোগ্রামসমূহঃ বিবিএ ৩,০৬,০০০/-, বিএ (অনার্স), ইংলিশ ১,৭৬,০০০/-, বিএসএস (অনার্স) ইন ইকোনমিক্স ১,৬৬,০০০/-, বিএসএস (অনার্স) সোসিওলজি ১,৭৬,০০০/-, ফার্মেসি (বি.ফার্ম) ৩,৯৬,০০০/-, গণিত (অনার্স) ১,৩৬,০০০/-, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ৩,০৬,০০০/-, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ৩,৬৬,০০০/-, আর্কিটেকচার (বি. আর্ক) ৩,৬৬,০০০/-, এমবিএ রেগুলার (২০ মাস) ১,৫৯,০০০/-, এমবিএ এক্সিকিউটিভ (১৬ মাস) ১,২৮,০০০/-, এমএ ইন ইংলিশ (প্রিলি: এবং ফাইনাল) ৮৬,০০০/-, এমএ ইন ইংলিশ (ফাইনাল) ৪৩,০০০/-, এলএল.বি (অনার্স) -৪ বছর ২,০৬,০০০/-, এলএল.বি (ডিগ্রী-২ বছর) ৫০,০০০/-, এলএল.এম- (১ বছর) ২৫,০০০/-, বি.এড -(১ বছর) ১৫,০০০/-।
যোগাযোগঃ বাংলাদেশ ইউনিভার্সিটি, ১৫/১, ইকবাল রোড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭। ফোন: ৯১৩৬০৩১, ৮১১৭৯৫১, ০১৭১৭-৫৭৯২৭৮ ওয়েবসাইট: িি.িনধহমষধফবংযঁহরাবৎংরঃু.বফঁ.ফন.
আশা ইউনিভার্সিটি বাংলাদেশ
আশা ইউনিভার্সিটি বাংলাদেশ ২৩ অক্টোবর ২০০৬ তারিখে সরকারের অনুমোদন লাভ করে এবং ১৯ মে ২০০৭ তারিখ থেকে মোট ৭৭১ জন শিক্ষার্থী নিয়ে উপাচার্য অধ্যাপক মোঃ মঈনউদ্দিন খান-এর নেতৃত্বে ঢাকার শ্যামলীতে অবস্থিত নিজস্ব ১৫ তলা ভবনের ২, ৩, ৪, ৫, ৬, ৭ ও ৮মতম তলায় শিক্ষা কার্যক্রম শুরু করে। আশা ইউনিভার্সিটি বাংলাদেশ-এর লক্ষ্য ও উদ্দেশ্য হল মূলতঃ দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সামর্থ অনুযায়ী উচ্চশিক্ষা দান করা এবং যে সকল শিক্ষার্থীগণ বৈদেশিক মুদ্রার বিনিময়ে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী তাদেরকে বাংলাদেশে উচ্চশিক্ষা দানসহ উচ্চশিক্ষাকে সহজলভ্য করা।
আশা ইউনিভার্সিটি বাংলাদেশ-এর একটি বিশেষত্ব হল- আশা ইউনিভার্সিটি এবং আশা’র কর্মকর্তা-কর্মচারীদের সন্তানাদি এবং আশার সদস্যদের সন্তানাদিদের ১৫%-৩০% বিশেষ ‘ওয়েভার’ দিয়ে আশা ইউনিভার্সিটিতে লেখা-পড়ার সুযোগ প্রদান করা এবং আশা ইউনিভার্সিটিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের এইচ.এস.সি পরীক্ষার ফলাফল এবং সেমিস্টার ফাইনাল পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ১৫%-১০০% পর্যন্ত ওয়েভার প্রদান করা হয়।
যে বিষয়ে পড়ানো হয়ঃ বিবিএ, এলএলবি, বিএ ইন ইংলিশ।
অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অভ সাইন্স অ্যান্ড টেকনোলজি
প্রতিষ্ঠাঃ ২০০৪ সাল। ফয়সাল টাওয়ার, ২৭ উত্তর গুলশান সি/এ, সার্কেল-২, ঢাকা-১২১২। ফোনঃ ০২ ৯৮৯৭৭০০, ফ্যাক্সঃ ০২ ৯৮৬৩৩৩৬।
যে বিষয়গুলো পড়ানো হয়ঃ বিবিএ, অর্থনীতি, কম্পিউটার সায়েন্স এ্যান্ড প্রযুক্তি, ইলেকট্রনিক্স এ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, টেক্্রটাইল ইঞ্জিনিয়ারিং, ফার্মেসী, পরিবেশ বিজ্ঞান, বিবিএ ইন এগ্রিবিজনেস, ইংরেজি, ইলেকট্রিক্যাল এ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়সমূহ পড়ানো হয়। বিশ্ববিদ্যালয়ের উত্তরা ক্যাম্পাসে একই বিষয়সমূহ পড়ানো হয়।
ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি
স্নাতক পর্যায়ের বিষয়সমূহঃ বিবিএ: একাউন্টিং, ফিন্যান্স, মার্কেটিং, ম্যানেজমেন্ট, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, ইন্টারন্যাশনাল বিজনেস। বিএসসি: ইকোনোমিকস, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল এ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক এ্যান্ড টেলিকমিউনিকশেন ইঞ্জিনিয়ারিং, ল্যান্ড এ্যান্ড ওয়াটার রিসোর্সেস ম্যানেজমেন্ট, এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট, পপুলেশন এনভায়রনমেন্ট। বিএ: ইংলিশ লিটারেচার, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং (ইএলটি)। বিএসএস: মিডিয়া এ্যান্ড কমিউনিকেশন, অ্যানথ্রপলজি (নৃ বিজ্ঞান)।
ভর্তির সময়ঃ ম্প্রিং সেমিস্টার: জানুয়ারি থেকে মে, সামার সেমিস্টার: জুন থেকে জুলাই, অটাম সেমিস্টার: আগস্ট থেকে ডিসেম্বর।
যা খরচ হবেঃ স্নাতক পর্যায়- বিবিএ ৪৯৬,০০০-৫০০,০০০ টাকা। বিএসসি ইকোনোমিকস ৪৮৪,০০০-৪৮৮,০০০ টাকা। বিএসসি ইঞ্জিনিয়ারিং ৫০৪,০০০-৫২৪,০০০ টাকা। বিএসসি এনভায়রনমেন্ট ৪৯৬,০০০-৫০০,০০০ টাকা। বিএসএস ৪৯৬,০০০-৫০৮,০০০ টাকা। বিএ ৪৯৬,০০০ (এর সাথে ১৫,০০০ টাকা ভর্তি ফি যোগ করতে হবে)।
১. নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়
প্রতিষ্ঠা: ১৯৯২
১২ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১৩
ফোন: ০২ ৯৮৮৫৬১১-২০, ফ্যাক্স: ০২ ৮৮২৩০৩০
ইমেইল: বমরংঃৎধৎ@ হড়ৎঃযংড়ঁঃয.বফঁ ওয়েবসাইট: িি.িহড়ৎঃযংড়ঁঃয.বফঁ
২. ইউনিভার্সিটি অভ্ সায়েন্স অ্যাণ্ড টেকনোলজি, চট্টগ্রাম
প্রতিষ্ঠা: ১৯৯২
ফয়’স লেক, খুলশী, চট্টগ্রাম-৪২০২
ফোন: ০৩১ ৬৫৯০৭০-৭১, ফ্যাক্স: ০৩১ ৬৫৯৫৪৫
ইমেইল: ঁংঃপ-পংঃ@ংঢ়হবঃপঃম.পড়স
৩. ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ
প্রতিষ্ঠা: ১৯৯৩
৫৮ পার্ক রোড, বারিধারা, ঢাকা-১২১২
ফোন: ০২ ৯৮৬২৩৮৬-৯০, ফ্যাক্স: ০২ ৮৮২৩৯৫৯
ইমেইল: রহভড়@রঁন.বফঁ.নফ ওয়েবসাইট: িি.িরঁন.বফঁ.নফ
৪. দারুল ইহসান বিশ্ববিদ্যালয়
প্রতিষ্ঠা: ১৯৯৩
বাড়ি- ২১, সড়ক-৯/এ, ধানমণ্ডি, ঢাকা-১২০৯
ফোন: ০২ ৯১২৭৮৪১, ফ্যাক্স: ০২ ৮১১৪৭৪৬
ইমেইল: রহভড়@ফরঁ.বফঁ ওয়েবসাইট: িি.িফরঁ.বফঁ.নফ.পড়স
৫. ইন্টরন্যাশনাল ইউনিভার্সিটি অভ বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি
প্রতিষ্ঠা: ১৯৯৩
৪ এমব্যাংকমেন্ট ড্রাইভ রোড, সেক্টর-১০, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
ফোন: ০২ ৮৯৬৩৫২৩-২৭, ফ্যাক্স: ০২ ৮৯২২৬২৫
ইমেইল: রহভড়@রঁনধঃবফঁ ওয়েবসাইট: িি.িরঁনধঃবফঁ
৬. আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম
প্রতিষ্ঠা: ১৯৯৫
১৫৪/এ, কলেজ রোড, চট্টগ্রাম-৪২০৩
ফোন: ০৩১ ৬১০০৮৫, ফ্যাক্স: ০৩১ ৬১০৩০৭
ইমেইল: রহভড়@ররঁপ.ধপ.নফ ওয়েবসাইট: িি.িররঁপ.ধপ.নফ
৭. আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
প্রতিষ্ঠা: ১৯৯৫
১৪১-১৪২ লাভ রোড, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২১৫
ফোন: ০২ ৯৯৮৬০৯০৭, ফ্যাক্স: ০২ ৯৮৬০৫৬৪
ইমেইল: াপ@ধঁংঃবফঁ ওয়েবসাইট: িি.িধঁংঃবফঁ
৮. আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ
প্রতিষ্ঠা: ১৯৯৫
বাড়ি- ৮৩/বি, রোড- ০৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩
ফোন: ০২ ৮৮১৫৩৮৭, ফ্যাক্স: ০২ ৮৮১৩২৩৩
ইমেইল: রহভড়@ধরঁন.বফঁ ওয়েবসাইট: িি.িধরঁন.বফঁ
৯. এশিয়ান ইউনিভার্সিটি অভ্ বাংলাদেশ
প্রতিষ্ঠা: ১৯৯৬
বাড়ি- ৯, রোড- ৫, সেক্টর- ৭, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
ফোন: ০২ ৮৯১৬১১৬, ফ্যাক্স: ০২ ৮৯১৬৫২১
ইমেইল: রহভড়@ধঁন-নফ.ড়ৎম ওয়েবসাইট: িি.ি ধঁন-নফ. ড়ৎম
১০. ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি
প্রতিষ্ঠা: ১৯৯৬
৪১, ৪৩, ৪৪, ৪৬, ৪৯ মহাখালী বা/এ, ঢাকা-১২১২
ফোন: ০২ ৯৮৮২৩০৮ ফ্যাক্স: ০২ ৮৮১২৩৩৬
ইমেইল: ৎবমরংঃৎধৎ@বঁিনফ.বফঁ,, ওয়েবসাইট: িি.িবঁিনফ.বফঁ
১১. দি ইউনিভার্সিটি অভ এশিয়া প্যাসিফিক
প্রতিষ্ঠা: ১৯৯৬
বাড়ি-৭৩, সড়ক-৫/এ, ধানমন্ডি, ঢাকা-১২০৯
ফোন: ০২ ৯৬৬৪৯৫৩, ফ্যাক্স: ০২ ৯৬৬৪৯৫০
ইমেইল: ধফসরহ@ঁধঢ়-নফ.বফঁ ওয়েবসাইট: িি.ি ঁধঢ়-নফ.বফঁ
১২. গণ বিশ্ববিদ্যালয়
প্রতিষ্ঠা: ১৯৯৬
গণ ?া?্যকেন্দ্র কমপ্লেক্স, পোঃ মির্জানগর, সাভার, ঢাকা-১৩৪৪
ফোন: ০২ ৭৭৯১৮৮৪, ফ্যাক্স: ০২ ৭৭৯১৭৫৫
ইমেইল: মনরফুধষধ@ধমহর.পড়স
১৩. দি পিপলস ইউনিভার্সিটি অভ বাংলাদেশ
প্রতিষ্ঠা: ১৯৯৬
৩/২, ব্লক-এ, আসাদ এভিনিউ
মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
ফোন: ০২ ৮১২৮৬৭৯, ফ্যাক্স: ০২ ৯১২৮০০৯
ইমেইল: ঢ়বড়ঢ়ষবংঁহরাবৎংরঃু@ুধযড়ড়.পড়স
ওয়েবসাইট: িি.িঃযবঢ়ঁঢ়.ধপ.নফ
১৪. ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
প্রতিষ্ঠা: ২০০০
বাড়ি- ৬, রোড- ১, ব্লক-এফ, বনানী, ঢাকা-১২১৩
ফোন: ০২ ৮৮৫৮৭৩৪-৫, ফ্যাক্স: ০২ ৯৮৭১৫৫৬
ইমেইল: ফরঁ@ুধযড়ড়.পড়স ওয়েবসাইট: িি.িফরঁ-বফঁ.হবঃ
১৫. ব্র্যাক ইউনিভার্সিটি
প্রতিষ্ঠা: ২০০১
৬৬ মহাখালী, ঢাকা-১২১২
ফোন: ০২ ৮৮২৪০৫১, ফ্যাক্স: ০২ ৮৮১০৩৮৩
ইমেইলঃ রহভড়@নৎধপ.ধপ.নফ ওয়েবসাইট: িি.িনৎধপ.ধপ.নফ
১৬. মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
প্রতিষ্ঠা: ২০০১
প্লট # সিইএন ১৬, রোড # ১০৬, গুলশান-২, ঢাকা-১২১২
ফোন: ০২ ৮৮১৭৫২৫, ফ্যাক্স: ০২ ৯৮৬২২২৬
ইমেইলঃ রহভড়@সধহধৎধঃধপ.নফ ওয়েবসাইট: িি.িসধহধৎধঃধপ.নফ
১৭. বাংলাদেশ ইউনিভার্সিটি
প্রতিষ্ঠা: ২০০১
১৫/১, ইকবাল রোড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
ফোন: ০২ ৯১৩৬০৬১, ফ্যাক্স: ০২ ৯১১৯৫৫৫
ইমেইলঃ নঁ@পরঃবপযপড়.হবঃ ওয়েবসাইট: িি.িনধহমষধফবংযঁহরাবৎংরঃু.বফঁ.নফ
১৮. লিডিং ইউনিভার্সিটি, সিলেট, বাংলাদেশ
প্রতিষ্ঠা: ২০০১
মধুবন, বন্দর বাজার, সিলেট
ফোন: ০৮২১ ৭২০৩০৩-০৬, ফ্যাক্স: ০৮২১ ৭২০৩০৭
ইমেইল: : রহভড়@ষঁং.ধপ.নফ ওয়েবসাইট: : িি.িষঁং.ধপ.নফ
১৯. বি জি সি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ
প্রতিষ্ঠা: ২০০১
বিজিসি বিদ্যানগর, চন্দনাইশ, চট্টগ্রাম
ফোন: ০৩১ ৬৫৪৭৬৭
ইমেইল: নমপঃঁন@ুধযড়ড়.পড়স ওয়েবসাইট: িি.িনমপঃঁসপয-বফঁ.ড়ৎম
২০. সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
প্রতিষ্ঠা: ২০০১
শামীমাবাদ, বাগবাড়ী, সিলেট।
ফোন: ০৮২১ ৭২০৭৭১ ফ্যাক্স: ০৮২১ ৭২৫৬৪৪
ইমেইল: ংরঁথংুষ@ুধযড়ড়.পড়স ওয়েবসাইট: িি.িংরঁ.বফঁ.নফ
২১. ইউনিভার্সিটি অভ ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা)
প্রতিষ্ঠা: ২০০২
বাড়ি নং ৩০১, রোড নং ১৪/এ, ধানমন্ডি আ/এ, ঢাকা-১২০৯, ফোন: ০২ ৯১৪৫৭৪০-৪১, ফ্যাক্স: ০২ ৮১৫৭৩৩৯, ইমেইল: রভভধঃ@ঁড়ফধ.ড়ৎম
২২. প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম
প্রতিষ্ঠা: ২০০১
১/এ ও, আর, নিজাম রোড, পাঁচলাইশ, চট্টগ্রাম
ফোন: ০৩১ ৬৫৬৯১৭, ৬৫৭৬৫৪, ফ্যাক্স: ০৩১ ৬৫৭৮৯২ ইমেইল: ঢ়ঁপ@ঢ়ঁনফ.হবঃ ওয়েবসাইট: িি.িঢ়ঁনফ.হবঃ
২৩. সাউথ ইস্ট ইউনিভার্সিটি
প্রতিষ্ঠা: ২০০২
এ আর টাওয়ার, ২৪, কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩
ফোন: ০২ ৯৮৮২৩৪০, ফ্যাক্স: ০২ ৯৮৯২৯১৪
ইমেইল: রহভড়@ংবঁ.ধপ.নফ ওয়েবসাইট: িি.িংবঁ.ধপ.নফ
২৪. স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ
প্রতিষ্ঠা: ২০০২
বাড়ি-৩৬, রোড- ৯/এ, ধানমন্ডি আ/এ, ঢাকা-১২০৯
ফোন: ০২ ৮১৫৩১৬৮-৬৯, ফ্যাক্স: ০২ ৯১৪৩৫৩১
ইমেইল: ৎবমরংঃৎধৎ@ংঃধসভড়ৎফঁহরাবৎংরঃু.হবঃ ওয়েবসাইট: িি.িংঃধসভড়ৎফ.ধপ
২৫. ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
প্রতিষ্ঠা: ২০০২
১০২ শুক্রাবাদ, মিরপুর রোড, ধানমণ্ডি, ঢাকা-১২০৭
ফোন: ০২ ৯১৩৮২৩৪-৫, ফ্যাক্স: ০২ ৯১৩১৯৪৭
২৬. স্টেট ইউনিভার্সিটি অভ বাংলাদেশ
প্রতিষ্ঠা: ২০০২
৭৭ সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা-১২০৫
ফোন: ০২ ৮১৫১৭৮৩-৫, ফ্যাক্স: ০২ ৮১২৩২৯৬
ইমেইল: রহভড়@ংঁনফ.হবঃ ওয়েবসাইট: িি.িংঁনফ.হবঃ
২৭. ইবাইস ইউনিভার্সিটি
প্রতিষ্ঠা: ২০০২
বাড়ি নং ৫৭, সড়ক নং ১২/এ, ধানমন্ডি আ/এ, ঢাকা-১২০৯, ফোন: ০২ ৯১২১৯২৭, ফ্যাক্স: ০২ ৯১২১৯৭০। ইমেইল: ৎবমরংঃৎধৎ@রনধরং.বফঁ
ওয়েব সাইট: িি.িরনধরং.বফঁ
২৮. সিটি ইউনিভার্সিটি
প্রতিষ্ঠা: ২০০২
৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩ ফোন: ০২ ৯৮৯৩৯৮৩, ফ্যাক্স: ০২ ৮৮৫৯৫৯৭, ইমেইলঃ ৎবমরংঃৎধৎথপরঃু@ুধযড়ড়.পড়স ওয়েবসাইট: িি.িপরঃুঁহরাবৎংরঃু.বফঁ.নফ
২৯. প্রাইম ইউনিভার্সিটি
প্রতিষ্ঠা: ২০০২
২এ/১, দারুস সালাম রোড, সেকশন-১, মিরপুর, ঢাকা-১২১৬
ফোন: ০২ ৮০১৪০৪৫, ফ্যাক্স: ০২ ৮০৫৫৬৪৭
ইমেইল: রহভড়@ঢ়ৎরসবঁহরাবৎংরঃুনফ.পড়স ওয়েবসাইট: িি.িঢ়ৎরসবঁহরাবৎংরঃুনফ.পড়স
৩০. নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ
প্রতিষ্ঠা: ২০০২
৩/১৮, ইকবাল রোড, ব্লক-এ, মোহাম্মদপুর,ঢাকা-১২০৭। ফোন: ০২ ৯১১০২৬৫, ফ্যাক্স: ০২ ৮১২৬১৫৭, ইমেইল: ধফসরংংরড়হ@হঁন.ধপ.নফ ওয়েবসাইট: িি.িহঁন.ধপ.নফ
৩১. সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ
প্রতিষ্ঠা: ২০০৩
৭৩৯/এ মেহেদিবাগ রোড, চট্টগ্রাম-৪০০০
ফোন: ০৩১ ৬২৬৭৪৪, ফ্যাক্স: ০৩১ ২৮৫১৩৪০
ইমেইল: রহভড়@ ংড়ঁঃযবৎহ-নফ.রহভড় ওয়েবসাইট: িি.িংড়ঁঃযবৎহ-নফ.রহভড়
৩২. গ্রীন ইউনিভার্সিটি অভ বাংলাদেশ
প্রতিষ্ঠা: ২০০২
২২০/ডি, পশ্চিম কাফরুল, বেগম রোকেয়া সরণী, ঢাকা -১২০৭, ফোন: ০২ ৯০১৪৭২৫,
ফ্যাক্স: ০২ ৯০১৪৬২৫
ইমেইল: রহভড়@মঁন.ধপ.নফ
ওয়েবসাইট: িি.িমঁন.ধপ.নফ
৩৩. ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অভ বাংলাদেশ
প্রতিষ্ঠা: ২০০৩
৫/৫ লালমাটিয়া, ব্লক-ই, ঢাকা-১২০৭
ফোন: ০২ ৮১৫৫৩০৮
ইমেইল: রহভড়@ঁিন.বফঁ
ওয়েবসাইট: িি.িঁিন.বফঁ
৩৪. শান্তমারিয়াম ইউনিভার্সিটি অভ ক্রিয়েটিভ টেকনোলজি
প্রতিষ্ঠা: ২০০৩
বাড়ি- ১, রোড- ১৪, সেক্টর- ১৩, উত্তরা, ঢাকা-১২৩০
ফোন: ০২ ৮৯১৮৯৩২, ফ্যাক্স: ০২ ৮৯১৫৩০৮
ইমেইল: নরধফঃ@নফড়হষরহব.পড়স ওয়েবসাইট: িি.িংযধহঃড়সধৎরধসবফঁ.পড়স
৩৫. দি মিলেনিয়াম ইউনিভার্সিটি
প্রতিষ্ঠা: ২০০৩
মোমেনবাগ, শান্তিগর, মতিঝিল, ঢাকা-১২১৭
ফোনঃ ০২ ৯৩৬০৮৩৬, ফ্যাক্স: ০২ ৯৩৩১৫৮৯
ইমেইল: শযধহভড়ঁহ@নফড়হষরহব.পড়স
৩৬. ইস্টার্ন ইউনিভার্সিটি
প্রতিষ্ঠা: ২০০৩
বাড়ি- ১৫/২, রোড- ৩, ধানমণ্ডি, ঢাকা-১২০৫।
ফোন: ০২ ৯৬৭৬০৩১-৫, ফ্যাক্স: ০২ ৯৬৭৫৯৮১
ইমেইল: রহভড়@বধংঃবৎহঁহর.বফঁ.নফ ওয়েবসাইট: িি.িবধংঃবৎহঁহর.বফঁ.নফ
৩৭. বাংলাদেশ ইউনিভার্সিটি অভ বিজনেস অ্যান্ড টেকনোলজি
প্রতিষ্ঠা: ২০০৩
ঢাকা কমার্স কলেজ রোড, মিরপুর- ২, ঢাকা-১২১৬
ফোন: ০২ ৮০৫৭৫৮১-২, ফ্যাক্স: ০২ ৮০৫৭৫৮৩
ইমেইল: নঁনঃ@নফড়হষরহব.পড়স ওয়েবসাইট: িি.িনঁনঃবফঁ.পড়স
৩৮. মেট্রোপলিটন ইউনিভার্সিটি
প্রতিষ্ঠা: ২০০৩
আল-হামরা (৮ম তলা), জিন্দাবাজার, সিলেট
ফোন: ০৮২১ ৮১৬১৯৮-৯, ফ্যাক্স: ০৮২১ ৭১৩৩০৪
ইমেইল: রহভড়@সবঃৎড়ঁহর.বফঁ.নফ ওয়েবসাইট: িি.িসবঃৎড়ঁহর.বফঁ.নফ
৩৯. উত্তরা ইউনিভার্সিটি
প্রতিষ্ঠা: ২০০৩
বাড়ি নং ৪, রোড নং ১৫, সেক্টর নং ৬, উত্তরা, ঢাকা-১২৩০, ফোন: ০২ ৮৯১৯১১৬, ফ্যাক্স: ০২ ৮৯১৮০৪৭
ইমেইল: ঁঁসধরহথবফঁ@ুধযড়ড়.পড়স
৪০. ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
প্রতিষ্ঠা: ২০০৩ বাড়ি- ৮০, রোড- ৮এ (পুরাতন-১৫), ধানমন্ডি, ঢাকা-১২০৯
ফোন: ০২ ৯১২৫৯১২-৫, ফ্যাক্স: ০২ ৯১২৫৯১৬
ইমেইল: রহভড়@ঁরঁ.ধপ.নফ
ওয়েবসাইট: িি.িঁরঁ.ধপ.নফ
৪১. ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অভ বাংলাদেশ
প্রতিষ্ঠা: ২০০৩
৫৮/১১/এ পান্থপথ, বারেক ম্যানসন, ঢাকা-১২০৫ ফোন: ০২ ৮৬২২৬৩৪-৫, ফ্যাক্স: ০২ ৮৬২২৬৩৫
ই-মেইল: রহভড়@াঁন.বফঁ.নফ
ওয়েবসাইট: িি.িাঁন.বফঁ.নফ
৪২. ইউনিভার্সিটি অভ সাউথ এশিয়া
প্রতিষ্ঠা: ২০০৩
বাড়ি- ৭৬ ও ৭৮, রোড- ১৪, ব্লক-বি, বনানী, ঢাকা -১২১৩ ফোন: ০২ ৮৮৫৭০৭৩-৫,
ফ্যাক্স: ০২ ৮৩১৩৩০৮
ইমেইল: ঁহরংধ@পরঃবপয-নফ.পড়স ওয়েবসাইট: িি.িঁহরংধ.ধপ.নফ
৪৩. প্রেসিডেন্সি ইউনিভার্সিটি
প্রতিষ্ঠা: ২০০৩
বাড়ি- ১১/এ, রোড- ৯২, গুলশান-২, ঢাকা-১২১২
ফোন: ০২ ৮৮৫৭৬১৭-৮ ফ্যাক্স: ০২ ৮৮৩১১৮২
ইমেইল: রহভড়@ঢ়ৎবংরফবহপু.বফঁ.নফ ওয়েবসাইট: িি.িঢ়ৎবংরফবহপু.বফঁ.নফ
৪৪. ইউনিভার্সিটি অভ ইন্ফরমেশন টেকনোলজি অ্যান্ড সাইন্সেস
প্রতিষ্ঠা: ২০০৩
১৭ উত্তর গুলশান বা/এ, পিবিএল টাওয়ার, গুলশান-২, ঢাকা-১২১২
ফোন: ০২ ৯৮৯২৭৫৫, ফ্যাক্স: ০২ ৯৮৯১০৯৪
ইমেইল: রহভড়@ঁরঃং-নফ.ড়ৎম
ওয়েবসাইট: িি.িঁরঃং-নফ.ড়ৎম
৪৫. প্রাইমএশিয়া ইউনিভার্সিটি
প্রতিষ্ঠা: ২০০৩
৯ বনানী, ঢাকা-১২১৩
ফোন: ০২ ৮৮৫৩৩৮৬ ফ্যাক্স: ০২ ৮৮৫৩৩৮৬
ইমেইল: ৎবমরংঃৎধৎ@ঢ়ৎরসবধংরধ.বফঁ.নফ, ওয়েবসাইট: িি.িঢ়ৎরসবধংরধ.বফঁ.নফ
৪৬. রয়েল ইউনিভার্সিটি
অভ ঢাকা
প্রতিষ্ঠা: ২০০৩
বাড়ি নং- ১৭, রোড নং- ১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন: ০২ ৯৮৮৬১৫০, ফ্যাক্স: ০২ ৮৮২৬৯৭১
ইমেইল: ৎবমরংঃৎধৎ@ৎড়ুধষ.বফঁ.নফ ওয়েবসাইট: িি.িৎড়ুধষ.বফঁ.নফ
৪৭. ইউনিভার্সিটি অভ লিবারেল
আর্টস বাংলাদেশ
প্রতিষ্ঠা: ২০০৩
বাড়ি নং- ৫৬, রোড নং- ৪/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি আ/এ, ঢাকা-১২০৭
ফোন: ০২ ৯৬৬১২৫৫, ফ্যাক্স: ০২ ৯৬৭০৯৩১
ইমেইল: রহভড়@ঁষধনফ.বফঁ.নফ
ওয়েবসাইট: িি.িঁষধনফ.বফঁ.নফ
৪৮. অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি
অভ সাইন্স অ্যান্ড টেকনোলজি
প্রতিষ্ঠা: ২০০৪
ফয়সাল টাওয়ার, ২৭ উত্তর গুলশান সি/এ, সার্কেল- ২, ঢাকা-১২১২
ফোন: ০২ ৯৮৯৭৭০০ ফ্যাক্স: ০২ ৯৮৬৩৩৩৬
ওয়েবসাইট: িি.ি ধঃরংযফরঢ়ধহশধৎঁহরাবৎংরঃু.বফঁ.নফ
৪৯. বাংলাদেশ ইসলামী
বিশ্ববিদ্যালয়
প্রতিষ্ঠা: ২০০৫
গজারিয়া টাওয়ার ৮৯/১২ আর.কে.মিশন রোড, গোপীবাগ, ঢাকা-১২০৩
ফোন: ০২ ৭৫৫২৪৯৫-৬
ফ্যাক্স: ০২ ৭৫৫৪১০৯
ইমেইল: নরঁফযধশধ@ুধযড়ড়.পড়স ওয়েবসাইট: িি.িনরঁ.ধপ.নফ
৫০. আশা ইউনিভার্সিটি
বাংলাদেশ
প্রতিষ্ঠা: ২০০৬
আশা টাওয়ার, ২৩/৩, খিলজি রোড
শ্যামলী, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
ফোন: ০২ ৮১৩০২৩৮, ফ্যাক্স: ০২ ৮১১৪৮৩১
ইমেইল: রহভড়@ধংধঁন.বফঁ.নফ
ওয়েবসাইট: িি.িধংধঁন.বফঁ.নফ
৫১. ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি
প্রতিষ্ঠা: ২০০৬
১২৬৭/এ গোসাইলডাঙ্গা, আগ্রাবাদ, চট্টগাম
ফোন: ০৩১ ২৫১৪৪৪১-৩
ফ্যাক্স: ০৩১ ২৫১৪৪৪০
ই-মেইল: বহয়ঁরৎু@বধংঃফবষঃধ.বফঁ.নফ
ওয়েবসাইট: িি.িবধংঃফবষঃধ.বফঁ.নফ